কুড়িগ্রামে ফলকের ওপর থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরানো নিয়ে গুঞ্জন
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত একটি সীমানা ফলক থেকে প্রায় এক বছর পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরিয়ে নেয়ার ঘটনা ম্যুরাল আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
এ নিয়ে প্রশাসন পড়েছে বিব্রত অবস্থায়। সাম্প্রতিক সময়ে ম্যুরাল নিয়ে দেশ ব্যাপী যে ঝড় বইছে এই সুযোগকে কাজে লাগিয়ে প্রচার প্রচারনায় মাঠে নেমেছে একটি পক্ষ। প্রকৃত পক্ষে ম্যুরাল নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরিয়ে নেয়া হয় সরকারের নির্দেশনায়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে মন্ত্রী পরিষদ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুজিববর্ষের বরাদ্দে ম্যুরাল নয় দুস্থদের বাড়ি বানিয়ে দিন”।
এমন অবস্থায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-র কুড়িগ্রামের ডিস্ট্রিক্ট ফেসিলেটর ফারুক আহমেদ প্রতিকৃতি সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এভাবে ঘটনার সূত্রপাত।
অনুসন্ধানে জানা যায়, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-র ২০১৯-২০২০ অর্থ বছরে জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে সীমানা ফলকটি নির্মাণ করা হয়। ফলকটির একদিকে ‘স্বাগতম ভিতরবন্দ ইউনিয়ন’ এবং অন্যদিকে ‘খোদা হাফেজ ভিতরবন্দ ইউনিয়ন’ লিখে উভয়দিকে ‘বাল্য বিবাহকে না বলুন’ শ্লোগান লেখা হয়। এছাড়াও ফলকের উভয় দিকের শীর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৬ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি সাইজের টাইলসের উপর ছাপানো ছবি (প্রতিকৃতি) লাগানো হয়। কিন্তু এলজিএসপি-৩ প্রকল্পের এমআইএস এন্যালিষ্ট অর্জুন কুমার সূত্রধর এর এক চিঠির নির্দেশনায় টাইলসের এ ছবি ফলকের উভয় দিক থেকে সরিয়ে নেয়া হয়।
এ প্রকল্পের সভাপতি এবং ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য আছমা বেগম সাফ বলেন, এটি ম্যুরাল নয় টাইলসের উপর ছবি। চেয়ারম্যানসহ আমরা ভালবেসে ও শ্রদ্ধা জানাতে শেখ মুজিবের প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নেই। এলজিএসপি’র প্রকল্পের অধিনে প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে এ কাজ করেছি। কোন অনিয়ম হয়নি।
এলজিএসপি’র কুড়িগ্রামের ডিস্ট্রিক্ট ফেসিলেটর ফারুক আহমেদ সরকারি নির্দেশনা দেখিয়ে বলেছেন,‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি যেখানে সেখানে লাগানো যাবে না। এতে বঙ্গবন্ধু’র অবমাননা হবে। আর এ প্রতিকৃতি না সরালে এ প্রকল্পের বিল ছাড় করা হবে না। তাই আমরা বাধ্য হয়ে সরকারি নির্দেশনা মানতে প্রতিকৃতি সরিয়ে নিয়েছি।
মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরে যুদ্ধ করা ওই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন দাবি করেন, ‘কতিপয় মিডিয়া তার বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকৃত পক্ষে এখানে ম্যুরাল সরানোর কোন ঘটনা নেই। আমি কিছু জানতামও না। মোবাইলে সাংবাদিকদের তাই বলেছি। বলেছি খোঁজ-খবর নেবো। খোঁজ নিয়ে জানতে পেরেছি-সীমানা ফলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টাইলসের উপর ছাপানো ছবি লাগানো হয়। পরবর্তীতে সরকারের নির্দেশনায় সরিয়ে ফেলা হয়। এ নিয়ে জনমনে ক্ষোভ কিংবা বিক্ষোভ নেই। যা প্রায় এক বছর আগের ঘটনা।
ভিতরবন্দ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী বলেন, ছবি বা প্রতিকৃতি ম্যুরাল নয়। কাজেই এনিয়ে বিভ্রান্তির কিছু নেই। আমার জানামতে প্রতিকৃতি সরানো হয়েছে প্রকল্পের উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে। তবে একথা সত্য সীমানা ফলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকলে ভাল লাগত।
এ ব্যাপারে ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ‘আমি ওই ফলকের উভয় দিকে জাতির পিতার প্রতিকৃতি স্থাপন করেছিলাম শ্রদ্ধা এবং ভালবাসা থেকে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিচিত করতে। কিন্তু এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফেসিলেটর ম্যুরাল না সরালে প্রকল্পের বিল ছাড়তে অস্বীকৃতি জানান। আইনের ব্যাখ্যা দিয়ে সরকারে সিদ্ধান্ত জানান। তখন আমি পরিষদের অন্যান্য সদস্যদের মতামত নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে নিতে বাধ্য হই। এর পরে প্রকল্পের বিল পাওয়া যায়। এঘটনা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঘটলেও হঠাৎ করে আমার প্রতিপক্ষ গ্রুপ মিথ্যা তথ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। বিভ্রান্তি ছড়াচ্ছেন একটি অস্থিতিশীল পরিবেশ তৈরীর জন্য। আমি আশা করি প্রশাসন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। এ ব্যাপারে এলজিএসপি’র ডিস্ট্রিক্ট ফেসিলেটর প্রতিকৃতি সরানোর বিষয়ে সঠিক জবাব দিতে পারবেন।’
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলায় কর্মরত এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফেসিলেটর ফারুক আহমেদ জানান, ‘যত্রতত্র জাতির পিতার ছবি স্থাপন না করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্বলিত একটি চিঠি আমাদের প্রকল্প দপ্তর থেকে পাঠানো হয়েছিল। এ বিষয়ে চলতি বছর ফ্রেব্রæয়ারি মাসে জাতীয় বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সেই নির্দেশনা মোতাবেক আমি ভিতরবন্ধ ইউনিয়নের সীমানা ফলক থেকে জাতির পিতার ছবি (প্রতিকৃতি) সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছি। সে মোতাবেক কাজ হওয়ায় প্রকল্পের বিল ছাড় করা হয়।”
কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি আর ম্যুরাল নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। কোনটি ম্যূরাল আর কোনটি ছবি বা প্রতিকৃতি তা সবার জানা উচিৎ।’
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর আহমেদ মাছুম বলেন, ‘এ ঘটনা প্রায় এক বছর পূর্বের। ম্যুরাল নয় এটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি। যা সরকারের নির্দেশনায় সরানো হয়েছে। কোন আইনের ব্যত্যয় ঘটেনি। প্রকল্পের স্বার্থে এটি করা হয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।’
নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা জামান বলেন, কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল সরানোর কোন ঘটনা ঘটেনি। তবে এক বছর পূর্বে ভিতরবন্ধ ইউনিয়নের সীমানা ফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের কয়েকদিনের মাথায় সরানো হয় সরকারি নির্দেশনায়। এতদিন পর এ ঘটনাকে ভুল ব্যাখা দিয়ে যেন কেউ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
- চরম হতাশায় ভুগছে বিএনপি
- করোনাকালে সবচেয়ে বেশি আয় করেছে বার্সা
- কথা রাখেন নি শাকিব, অভিযোগ অনন্য মামুনের
- নতুন প্রজন্মের ঈমান রক্ষায় করণীয়
- পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী কন্তে
- মনোনয়ন প্রত্যাহার করলেন যুবলীগ নেতা, কাঁদলেন হাজারো মানুষ
- রংপুরে ৩ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা
- দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের
- সাম্মাম ও রকমেলন চাষে রৌমারীর নজরুলের সাফল্য
- আগামী বছরের জুনেই শেষ হবে পদ্মাসেতুর কাজ
- ঘরে বসেই খাজনা দিতে পারবেন ভূমির মালিক- ভূমিমন্ত্রী
- সারাদেশে টিকাদান ৭ ফেব্রুয়ারি শুরু- স্বাস্থ্যমন্ত্রী
- দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশেরই বাড়ছে জিডিপি- জাতিসংঘ
- করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ
- দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু
- আজ আমার অত্যন্ত আনন্দের দিন- প্রধানমন্ত্রী
- গৃহহীনদের ঘর: তুর্কি গণমাধ্যমে বাংলাদেশের প্রশংসা
- বঙ্গবন্ধুর মুখে বাকশাল: বাকশাল প্রসঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎকার
- সৈয়দপুর পৌরসভা নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা
- ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু’র অভিভাবকদের মাঝে উপকরণ বিতরণ
- সুন্দরগঞ্জে ‘সমলয় চাষাবাদ’ পদ্ধতিতে বোরো রোপণ শুরু করেছে কৃষকরা
- পীরগঞ্জে ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক বিক্রেতা গ্রেফতার
- পঞ্চগড়ে করোনা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বিএনসিসি
- ব্যবসার উদ্দেশ্যে নয়, ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনস্বার্থে: কাদের
- তামাক ছেড়ে আলু চাষে ঝুঁকছে লালমনিরহাটের কৃষকরা
- পাকিস্তানকে খুশি করতে ভারতের ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার
- উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামগঞ্জে- মিঠাপুকুরের হচ্ছে ইকোপার্ক
- অঙ্গসংগঠনগুলোর কমিটি গঠন নিয়ে চরম হতাশায় ভুগছে বিএনপি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫১৫
- জলঢাকায় ল্যাম্ব-প্ল্যান শো প্রকল্পের সুরক্ষা সামগ্রী বিতরণ
- পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী পাচ্ছে না বিএনপি!
- নতুন বছরে বেশি বেশি যে দোয়া পড়বেন
- করোনা: দিনাজপুরে নতুন আরো ৮ জন আক্রান্ত
- কর্মচাঞ্চল্যতা ফিরেছে হিলি স্থলবন্দরে
- এবার নিজের গানে নিজেই মডেল হিরো আলম
- লালমনিরহাটে ৪৭ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক
- ‘বর্তমান প্রজন্মকে নৈতিকতা শিক্ষায় শিক্ষিত করতে হবে’
- করোনার টিকা নিতে আগ্রহী দেশের ৭৫ শতাংশ মানুষ!
- সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে- কাদের
- চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
- `আ’লীগ সরকারের কারণেই উন্নয়নের সুফল পাচ্ছে বাংলাদেশ`
- সুগম হলো বাংলাদেশে টিকা পাওয়ার পথ
- ওই অবস্থায় ঘর থেকে বেরিয়ে পড়েন নোরা
- সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
- মুজিববর্ষ, প্রথমধাপে ঘর পাচ্ছে ৭ হাজারের বেশি পরিবার
- সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ পাবে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্নের নীড়’ পাচ্ছে ১০৮৬ পরিবার
- শনিবার জমিসহ ঘর পাচ্ছে ৬৬ হাজার ১৮৯ পরিবার
- মোবাইল অ্যাপস: হাতের মুঠোয় ডিজিটাল ভূমি সেবা
- বিজয় দিবসে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ