বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ আনন্দবাজার
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১

ক্রয়ক্ষমতার বিবেচনায় মাথাপিছু দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তহবিল- আইএমএফ'র দেয়া ওয়ার্ল্ড আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এমনটাই জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের শেষ নাগাদ ক্রয়ক্ষমতার বিবেচনায় (পিপিপি) বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৮৮৮ ডলাার আর এসময়ে ভারতের জনপ্রতি জিডিপির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৮৭৭ ডলারে।
এরপরেই ভারত জুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। আইএমএফ-এর রিপোর্ট প্রকাশ্যে আসতেই মোদি সরকারকে নিশানা করেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। কটাক্ষের সুরে টুইটে লেখেন, গত ৬ বছরে বিজেপির বিদ্বেষমূলক জাতীয়তাবাদী সংস্কৃতির দুর্দান্ত সাফল্য হলো, বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যেতে চলেছে। কড়া সমালোচনা করতে ছাড়েননি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
তার টুইট, ভারতের অর্থনীতি ক্ষয়িষ্ণু। এমনকি বাংলাদেশও মাথাপিছু জাতীয় উৎপাদনে আমাদের ছাপিয়ে যেতে চলেছে। মন দিয়ে শুনুন, এটা ওদের উত্তরণ নয়, আমাদের মহাপতন। এটাই নরেন্দ্র মোদিজির ৫ লক্ষ কোটির অর্থনীতির স্বপ্ন!
তবে আইএমএফের সাম্প্রতিক রিপোর্ট নিয়ে মোদি সরকারের অন্দরের ব্যাখ্যা হলো, ক্রয় ক্ষমতার নিরিখে ২০১৯ সালে ভারতের দেশজ মোট উৎপাদন বাংলাদেশের থেকে ১১ গুণ বেশি ছিল। ভারতের জনসংখ্যা বাংলাদেশের ৮ গুণ, সমালোচনার জবাব হিসেবে সেই যুক্তিও তুলে ধরা হচ্ছে।
এমন একটি বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সম্পাদকীয়তে ‘ঠাকুরঘরে’ শিরোনামে বাংলাদেশের এ প্রাপ্তি থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশের প্রশংসা করে আনন্দবাজারের সম্পাদকীয়তে যা লেখা রয়েছে...
নবজাত দেশের নুতন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যখন ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার মাটিতে অবতরণ করে ময়দানে বক্তৃতা শুরু করলেন, ততক্ষণে সমগ্র ঙ্কলকাতা মহানগরই কলরোল-উচ্ছ্বসিত ময়দানে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধু সে দিন কলিকাতার বুকে দাঁড়িয়ে কেবল উদাত্ত কণ্ঠে বিজয়বার্তা ঘোষণা করেন নাই, বিপন্ন এবং নিঃস্ব একটি নবজাত রাষ্ট্রের তরফে বাঙালির শুভেচ্ছাও প্রার্থনা করেহছিলেন। ঊনপঞ্চাশ বৎসর অতিক্রান্ত হয়েছে, এই ফেব্রুয়ারিতে পঞ্চাশ বৎসরে পড়লো সেই দিনটির ইতিহাস। সে দিনের সদ্যোজাত ক্ষুদ্র দেশ এখন মহাগৌরবে উপমহাদেশীয় অঞ্চলের মুখোজ্জ্বল করতে ব্যস্ত। বাংলাদেশের উন্নতি দেখে এই উপমহাদেশের অন্যান্য দেশ, এমনকি তথাকথিত আঞ্চলিক মহাশক্তিরাও আজ ঈর্ষান্বিত। ঢাকার বিদেশি মুদ্রা ভান্ডার এখন ইসলামাবাদের তিনগুণ। পাক প্রধানমন্ত্রী পাকিস্তানকে সুইডেন বানাইবেন বললে উপদেষ্টারা বলেন, আগে তো বাংলাদেশের সমকক্ষ হন, তার পর সুইডেন। অন্যদিকে, আন্তর্জাতিক অর্থভান্ডারের ২০২০ সালের হিসাব— জনপ্রতি জিডিপি-র দিক দিয়া বাংলাদেশ ভারতকে পিছনে ফেলেছে। কোভিড-পূর্ব কালেই দুই দেশ এই স্থানে এসেছিল। অতঃপর কোভিড-১৯ ভারতীয় অর্থনীতিকে বাংলাদেশের অর্থনীতির অপেক্ষা বিপন্নতর করেছে। যেহেতু যে কোনও যাত্রারই চরিত্র নির্ধারিত হয় তাহার সূচনাবিন্দুর উপর নির্ভর করে: ১৯৭২ সালে ভারত যে অবস্থায় ছিল, আর নূতন বাংলাদেশ (যাকে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঙ্গার ‘বাসকেট কেস’ বলিয়া অভিহিত করেছিলেন) যেখানে ছিল, তাহা মাথায় রাখলেই বোঝা যায়, কে কতখানি এগিয়ে গেছে বা পিছিয়েছে।
আইএমএফ-এর হিসাব আন্তর্জাতিক গোচরে আসার সঙ্গে সঙ্গে সক্রিয় ও উদ্বিগ্ন বিজেপি আইটি সেল বোঝাতে শুরু করেছে, কেন বাংলাদেশ ও ভারতের এই তুলনা আসলে বাস্তবের যথার্থ প্রতিফলন নয়। আইটি সেল-এর যুক্তিতর্কের ধরনধারণের সঙ্গে পরিচিতরাই বুঝবেন, কী ধরনের মারপ্যাঁচ এই বক্তব্য প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবহৃত ভয়েছে। বাংলাদেশের বস্ত্রশিল্প সেক্টরই তাকে কোভিড-সঙ্কটে বাঁচাইয়াছে, এমন যুক্তিও সেই মারপ্যাঁচে স্থান পেয়েছে— যদিও বোঝা দুষ্কর, ভারতকে সেই শিল্পে বা সমস্তরের কোনও শিল্পে মনোনিবেশ করিতে কে কবে বাধা দিয়েছিল। আরও একটি কথা। উন্নয়ন বোঝার জন্য যে জিডিপি-ই একমাত্র হিসাবের খাতা নয়, মানুষের মৌলিক চাহিদা ও জীবনমানের পরিস্থিতিও যে তাহার বিশেষ গুরুত্বপূর্ণ সূচক, এমন কথা অমর্ত্য সেন প্রমুখ অর্থনীতিবিদ বারংবার বলেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন, কিভাবে যে ভারত এক কালে মানব-উন্নয়ন সূচকে উপমহাদেশীয় তালিকার একেবারে উপরের দিকে ছিল, সে ক্রমে তালিকার নিম্নবর্গে স্থান করে নিয়েছে। ২০২০ সালের শেষে, নাগরিকের গড় আয়ু ভারতের অপেক্ষা বাংলাদেশে তিন বছর বেশি, শিশুমৃত্যুর হার ভারতের অপেক্ষা কম (হাজারে ভারত ২৮, বাংলাদেশে ২৫), সাক্ষরতায় দুই দেশ পাশাপাশি, শহর-জনসংখ্যার হারে বাংলাদেশ (৩৭ শতাংশ) ও ভারত (৩৪ শতাংশ) এবং— নারী কর্মসক্ষমতার দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে (ভারত ২০ শতাংশ, বাংলাদেশ ৩৬ শতাংশ)। কে কোন দিকে অনুপ্রবেশ করবে, তাই এখন প্রশ্ন। এই সমগ্র চিত্রের সমস্ত ‘দায়িত্ব’ যে দিল্লির বর্তমান শাসক দলকেই নিতে হবে, এমন নয়, যদিও গত কয়েক বৎসরে পরিস্থিতি উপর্যুপরি খারাপ হয়েহচে। কিন্তু বর্তমান শাসকের ‘ঠাকুরঘরে কে’ ভাবটিই সাক্ষাৎ প্রমাণ, তারা নিজেরাই নিজেদের ‘অপরাধ’-এর ভাগিদার ভাবে। অথচ বাংলাদেশের সমৃদ্ধির মতো ঘটনাকে আইটি সেল-এর অপপ্রচারের হাতে ছেড়ে না দিয়ে দিল্লির উচিত ছিল, অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিকদের সাহায্য নিয়ে সেই দেশ হতে কিছু শিক্ষা গ্রহণ করে কিভাবে আমরাও এগিয়ে যাব।
– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –- ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মারা গেছেন
- পরিশ্রমী নারী, কৃষিতেও এগিয়ে
- ঠাকুরগাঁওয়ে পোস্টম্যানের মরদেহ উদ্ধার
- দশ দেশে যায় ঠাকুরগাঁওয়ের কনিকার পরচুলা
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল- প্রধানমন্ত্রী
- ‘চিৎকার করলেই অধিকার আসে না, আদায় করে নিতে হয়’
- বরই খাওয়ানোর প্রলোভনে শিশুকে যৌন নির্যাতন!
- `বিএনপির জনবিচ্ছিন্ন আন্দোলনকে আ. লীগ ভয় পায় না`
- ‘তৃণমূলের এক কোটি নারীর ক্ষমতায়ন হবে’
- নয়াদিল্লিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত
- ‘নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের পথে বাংলাদেশ’
- ৭ই মার্চের ভাষণে সুস্পষ্টভাবে স্বাধীনতার ডাক দিয়েছেন বঙ্গবন্ধু
- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপটে কবিতার রচনাপট
- ৭ই মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
- মুজিবের চেতনায় নারী অধিকার
- সৈয়দপুরে কুকুরের কামড়ে ছয়জন জখম
- ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- ‘বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র’
- বদরগঞ্জে ডোবায় মিলল ৪৮ দিন বয়সী শিশুর লাশ
- দোষারোপেই বিএনপির নেতাদের তৃপ্তি
- প্রেমে বয়সের পার্থক্য বেশি হলে যা করা জরুরি
- সংসদে নারী প্রতিনিধিত্বে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বেরোবিতে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ জাতীয় দিবস-২০২১ পালিত
- চরম দ্বন্দ্বে বিএনপির বুদ্ধিজীবী-রাজনীতিবিদরা
- রাস্তায় খাবার বিক্রি করবেন প্রিয়াংকা চোপড়া
- রংপুরে কারাগারে হাজতির মৃত্যু
- ১৭ দল নিয়ে মাঠে গড়াবে স্বাধীনতা কাপ ফুটবল
- কুড়িগ্রামে নিজ হাতে স্বপ্ন বুনছে নারীরা
- নারী দিবসে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সম্মাননা দেবে সরকার
- বিজিবির ধাওয়ায় বস্তাভর্তি ফেনসিডিল ফেলে পালাল চোরাকারবারি
- বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানি করতে চায় ভুটান
- যেকোনো আঘাত মোকাবিলায় সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
- ‘ভাষা আন্দোলনের ইতিহাস বাঙালি আত্মপরিচয়ের মাইলফলক’
- অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তিতে জর্জরিত বিএনপি
- বালিয়াডাঙ্গীতে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার
- বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা: বিপন্ন মানুষের বেঁচে ওঠার সাহস
- কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: রংপুরে বাণিজ্যমন্ত্রী
- বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ আনন্দবাজার
- সৈয়দপুরে রসুন ক্ষেতে পঁচন, দিশেহারা কৃষক
- বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয়: প্রধানমন্ত্রী
- প্রথম ‘মাতৃভাষা পদক’ পেলেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান
- ভারতের তৈরি করোনা টিকা নিলেন মোদি
- উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ মিলছে
- ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে’
- রোহিঙ্গা সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় ইইউ
- নোট গাইড নিষিদ্ধ করে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত
- আন্দোলনের ইস্যু না পেয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি
- মুশতাকের মৃত্যু: কারা কর্তৃপক্ষের অবহেলা পায়নি তদন্ত কমিটি
- রংপুরে ছেলেদের হাত থেকে বাঁচতে বাবা-মায়ের আকুতি