ভাষা আন্দোলনঃ মুসলিম লীগের মিথ্যাচারের প্রতিবাদ করেন শেখ মুজিব
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১

১৯৫১ সালের শেষের দিকে বন্দি শেখ মুজিবকে ফরিদপুর জেল থেকে ঢাকার জেলে নিয়ে আসা হলাে। যদিও প্রচণ্ড অসুস্থ শেখ মুজিবকে জেলে না নিয়ে জেল হাসপাতালে রাখা হয়েছিল এক মাস। কয়েকদিন পর চোখের চিকিৎসার জন্য শেখ মুজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই সুযােগে ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতা-কর্মীসহ প্রচুর মানুষ শেখ মুজিবের সঙ্গে দেখা করতে আসতে লাগল। ১৯৫১ সালের অক্টোবর মাসে মওলানা ভাসানী ও শেখ মুজিব জেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে ১৬ অক্টোবর গুলি করে হত্যা করে এক যুবক। লিয়াকত আলী খানের হত্যাকাণ্ডেও কষ্ট পেয়েছিলেন মুজিব। কারণ শেখ মুজিব ছিলেন সবধরনের ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে। তিনি লিখেছেন "যদিও তাঁরই হুকুমে এবং নুরুল আমিন সাহেবের মেহেরবানিতে আমরা জেলে আছি, তবুও তাঁর মৃত্যুতে দুঃখ পেয়েছিলাম। কারণ ষড়যন্ত্রের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না'।
লিয়াকত আলী খান মারা যাওয়ায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন খাজা নাজিমুদ্দীন। চৌধুরী মােহাম্মদ আলী নামের একজন আমলাকে করা হলাে অর্থমন্ত্রী। চৌধুরী মােহাম্মদ আলীর নেতৃত্বে পাকিস্তানে আমলাতন্ত্রের আধিপত্য বাড়তে থাকে। খাজা নাজিমুদ্দীন দুর্বল প্রকৃতির লােক ছিলেন। তাঁর মধ্যে কর্মক্ষমতা ও উদ্যোগের অভাবের সুযােগে আমলাতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠে বলে লিখেছেন শেখ মুজিব। তিনি বলেছেনঃ
"বিশেষ করে যখন তাদেরই একজনকে অর্থমন্ত্রী করা হলাে, অনেকের মনে গােপনে গােপনে উচ্চাশার সঞ্চার হলাে। আমলাতন্ত্রের জোটের কাছে রাজনীতিবিদরা পরাজিত হতে শুরু করল। রাজনীতিকদের মধ্যে তখন এমন কোনাে ব্যক্তিত্বসম্পন্ন নেতা মুসলিম লীগে ছিল না, যারা এই ষড়যন্ত্রকারী আমলাতন্ত্রকে দাবিয়ে রাখতে পারে"।
রাজনীতিবিদগণ যখন আমলা ঘেরা বেষ্টিত থাকেন, যে কোনাে সিদ্ধান্তের জন্য আমলাদের উপর নির্ভর করেন। রাজনীতিবিদগণ তখন বড় বড় ভুল বা অন্যায় করেন। খাজ্জা নাজিমুদ্দীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৪৮ সালে রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে চুক্তি করেছিলেন এবং প্রাদেশিক আইনসভায় প্রস্তাব পাস করেছিলেন যে, পূর্ব বাংলার অফিসিয়াল ভাষা হবে বাংলা। শুধু তাই নয়, বাংলা যেন পুরাে পাকিস্তানেরই অন্যতম অফিসিয়াল ভাষা হয়, সেজন্য কেন্দ্র সরকারকে বােঝানাের দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে সব ভুলে গেলেন খাজা নাজিমুদ্দীন। উল্টো ঘােষণা করলেন, “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ নিয়ে মুজিব লিখেছেনঃ
"যে ঢাকায় বসে তিনি ওয়াদা করেছিলেন সেই ঢাকায় বসেই উল্টা বললেন। দেশের মধ্যে ভীষণ ক্ষোভের সৃষ্টি হলাে। তখন একমাত্র রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। ছাত্র প্রতিষ্ঠান ছাত্রলীগ এবং যুবাদের প্রতিষ্ঠান যুবলীগ সকলেই এর তীব্র প্রতিবাদ করে"।
অসুস্থ শেখ মুজিব ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। একদিন সন্ধ্যায় স্থাত্রনেতা মােহাম্মদ তোয়াহা ও অলি আহাদ দেখা করতে আসলেন নেতা মুজিবের সঙ্গে। শেখ মুজিব তাদেরকে রাত একটার পর আসতে বললেন। আসার সময় খালেক নেওয়াজ, কাজী গােলাম মাহবুবসহ অন্য ছাত্রলীগ নেতাদের নিয়ে আসতে বললেন শেখ মুজিব। গভীর রাতে বারান্দায় বসে শেখ মুজিব ছাত্র নেতাদের সাথে আলাপ করলেন। শেখ মুজিবের নির্দেশে সিদ্ধান্ত হলাে, ভাষার মর্যাদা দাবির সংগ্রামে সফল হতে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করতে। মুজিব বললেনঃ
"আবার ষড়যন্ত্র চলছে বাংলা ভাষার দাবিকে নস্যাৎ করার। এখন প্রতিবাদ না করলে কেন্দ্রীয় আইনসভায় মুসলিম লীগ উর্দুর পক্ষে প্রস্তাব পাস করে নেবে। নাজিমুদ্দীন সাহেব উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথাই বলেন নাই, অনেক নতুন যুক্তিতর্ক দেখিয়েছেন। ...খবর পেয়েছি আমাকে শীঘ্রই আবার জেলে পাঠিয়ে দেবে, কারণ আমি নাকি হাসপাতালে বসে রাজনীতি করছি। তোমরা আগামীকাল রাতেও আবার এস"।
পরের দিন রাতে ছাত্রলীগ নেতারা আবার আসলে শেখ মুজিবের নির্দেশনায় সিদ্ধান্ত হয় যে আগামী ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে এবং সভা করে সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। ছাত্রলীগের পক্ষ থেকেই পরিষদের কনভেনর করার সিদ্ধান্তও হয়। সংগ্রাম পরিষদ বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে ফেব্রুয়ারি মাস থেকে শক্ত জনমত তৈরির উপর গুরুত্ব আরােপ করে। সেদিন মুজিব ছাত্রলীগ নেতাদের আরও জানিয়েছেন, "আমিও আমার মুক্তির দাবি করে ১৬ ফেব্রুয়ারি থেকে অনশন ধর্মঘট শুরু করব। আমার ছাবিবশ মাস জেল হয়ে গেছে"। শেখ মুজিবকে কেন্দ্র করে ঢাকায় তীব্র আন্দোলনের প্রস্তুতি নেয়া হচ্ছে বুঝতে পেরে সরকার নতুন ষড়যন্ত্র করল। চিকিৎসা না করিয়েই শেখ মুজিবকে হাসপাতাল থেকে আবার জেলে পাঠিয়ে দেয়া হলাে। শেখ মুজিব ঘোষণা দিলেন, হয় তিনি, না হয় তার লাশ জেলখানার বাইরে যাবে। এদিকে পাকিস্তানের সরকার নতুন চাল চালল, শেখ মুজিবকে দমিয়ে রাখতে। শেখ মুজিবকে দুরে রাখলে ভাষা আন্দোলন হবে না, এমন একটা চিন্তা থেকে তাকে ঢাকার বাইরে দূরে কোথাও পাঠিয়ে দেয়ার পরিকল্পনা করল সরকার।
১৯৫২ সালের ১৫ ফেব্রুয়ারি তারিখে সকালে তাকে জেলখানার গেইটে নিয়ে যাওয়া হলাে। প্রশাসন থেকে বলা হলাে, অনশনের ব্যাপারে কথা বলা হবে। আসলে এটা ছিল আমরণ অনশনে যেতে উদ্যত শেখ মুজিবকে জেলখানার বাইরে এনে আরেক জেলে পাঠানাের কৌশল। জেল গেটে পৌঁছে তিনি জানতে পারলেন তাকে অন্য জেলখানায় পাঠানাে হচ্ছে। জিজ্ঞেস করে জানতে না পারলেও পুলিশের একজন মুজিবকে গােপনে বলে দিলেন, তাঁকে ফরিদপুর কারাগারে পাঠানাে হচ্ছে।
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২১ ফেব্রুয়ারি তারিখে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ছাত্র ধর্মঘটের ডাক দেয়। আন্দোলন ঠেকাতে তৎকালীন সরকার ১৪৪ ধারা জারি করে। যেকোন ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক থেকে ছাত্রজনতা ১৪৪ ধারা ভেঙ্গে তৎকালীন ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলি ভবন ঘেরাও করতে গেলে পুলিশ ভাষা সংগ্রামীদের উপর গুলি চালায়, এতে আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, আবুল বারকাত এবং আব্দুল জব্বারসহ আরও অনেক হতাহত হয়। একদিকে ঢাকার এই পরিস্থিতি, অন্যদিকে শেখ মুজিব ফরিদপুরের হাসপাতালে ভয়ানক অসুস্থ হয়ে অনশন কর্মসূচি পালন করছেন। আত্মজীবনীতে তিনি লিখেছেনঃ
"২১ ফেব্রুয়ারি আমরা উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম, রাতে সিপাহিরা ডিউটিতে এসে খবর দিল, ঢাকায় ভীষণ গােলমাল হয়েছে। কয়েকজন লােক গুলি খেয়ে মারা গেছে। রেডিওর খবর। ফরিদপুরে হরতাল হয়েছে, ছাত্রছাত্রীরা শােভাযাত্রা করে জেলগেটে এসেছিল। তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছিল, 'রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালিদের শােষণ করা চলবে না', 'শেখ মুজিবের মুক্তি চাই, 'রাজবন্দিদের মুক্তি চাই, আরও অনেক স্লোগান"।
ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলােতে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে জেলখানায় বন্দি ছিলেন শেখ মুজিব। জনগণকে শেখ মুজিব থেকে দূরে রাখার প্রয়াসে প্রথমে ঢাকার কেন্দ্রীয় কারাগারে এবং পরবর্তীতে ফরিদপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। অলি আহাদ এবং মােহাম্মদ তােয়াহার নেতৃত্বে ভাষা সংগ্রামীরা হাসপাতালে চিকিৎসাধীন বন্দি শেখ মুজিবের সঙ্গে গােপন পরামর্শ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেন। মৃতপ্রায় শেখ মুজিবকে ২৭ তারিখে মুক্তি দিতে বাধ্য হয় সরকার।
২৮ ফেব্রুয়ারি মুজিবকে তাঁর পিতা শেখ লুৎফর রহমান গােপালগঞ্জের বাড়িতে নিয়ে যান। এদিকে ঢাকায় সরকারি পীড়নে আওয়ামী লীগসহ সরকারবিরােধী প্রায় সমস্ত রাজনৈতিক শক্তির খুব প্রতিকূল পরিস্থিতি। বেশ কয়েকদিন গ্রামের বাড়ি বিশ্রাম নিয়ে সম্পূর্ণ সুস্থ না হয়েই ইত্তেফাক পত্রিকার সম্পাদক মানিক মিয়ার চিঠি পেয়ে শেখ মুজিব ঢাকায় এলেন। ঢাকায় এসে প্রতিকূল পরিস্থিতিতেই ওয়ার্কিং কমিটির মিটিং ডেকে দল গােছানাের কাজ শুরু করেন তিনি। ওই কঠিন পরিস্থিতিতে দলের সভ্যদের সিদ্ধান্তে শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারির দায়িত্ব অর্পণ করা হয়। দ্বিগুণ উৎসাহে মুজিব নির্ভীক চিত্তে দল গােছানাে এবং জাতীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনের কাজে পুরােপুরি মনােনিবেশ করলেন। ঢাকায় এসে দল গােছানাের কাজ করার পাশাপাশি, ভাষা সংগ্রামীদের পরিবারগুলাের পাশেও তিনি দাঁড়িয়েছেন। এমনকি রাজবন্দিদের মুক্তির দাবিতে প্রতিকূল পরিস্থিতিতে করাচিতে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিমুদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন শেখ মুজিব।
ঢাকায় আসার পর শেখ মুজিবুর রহমানের সাহসী উদ্যোগে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং ডাকা হলাে। তাতে যে বার-তেরজন সদস্য উপস্থিত ছিলেন তারা শেখ মুজিবকে ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারির দায়িত্ব অর্পণ করলেন। সেই সভায় দলের অন্যতম সহ-সভাপতি হিসেবে আতাউর রহমান সাহেব সভাপতিত্ব করেছিলেন। এমনিতেই, নতুন দল, তার উপর নেতাকর্মীদের উপর সরকারের নির্যাতন, ভয়-ভীতির পরিবেশ-সব মিলে ভেঙে পড়ার উপক্রম। এ অবস্থায় দলের জেনারেল সেক্রেটারির ভার পেলেন শেখ মুজিব। তিনি ভয় না পেয়ে দল গােছানাে এবং জাতীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনের কাজে পুরােপুরি মনােনিবেশ করলেন। ওই সময় সরকারি নির্যাতন-অপশাসনের পাশাপাশি কিছু সংবাদপত্র সরকারের পক্ষে প্রভাব সৃষ্টি করে যাচ্ছে। সরকারি পৃষ্ঠপােষকতায় পরিচালিত মুসলিম লীগের সংবাদপত্রগুলাে ভাবাদর্শিক আধিপত্য বিস্তারের প্রয়াস চালাচ্ছে। আত্মজীবনীতে এ বিষয়ে তিনি লিখেছেন :
"এদিকে মুসলিম লীগের কাগজগুলি শহীদ সাহেবের বিবৃতি এমনভাবে বিকৃত করে ছাপিয়েছে যে মনে হয় তিনিও উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হােক এটাই চান। আমি সাধারণ সম্পাদক হয়েই একটা প্রেস কনফারেন্স করলাম। তাতে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, রাজবন্দিদের মুক্তি দিতে হবে এবং যারা ২১শে ফেব্রুয়ারি শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দান এবং যারা অন্যায়ভাবে জুলুম করেছে তাদের শাস্তির দাবি করলাম। সরকার যে বলেছেন, বিদেশি কোন রাষ্ট্রের উসকানিতে এই আন্দোলন হয়েছে, তার প্রমাণ চাইলাম। "হিন্দু ছাত্ররা কলকাতা থেকে এসে পায়জামা পরে আন্দোলন হয়েছে, এ কথা বলতেও কৃপণতা করে নাই মুসলিম লীগ নেতারা। তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, ছাত্রসহ পাঁচ-ছয় জন লোক মারা গেল গুলি খেয়ে, তারা সকলেই মুসলমান কি না? যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে শতকরা নিরানব্বইজন মুসলমান কি না? এত ছাত্র কলকাতা থেকে এল, একজনকেও ধরতে পারল না যে সরকার, সে সরকারের গদিতে থাকার অধিকার নাই"।
সূত্রঃ বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও গণমাধ্যম ভাবনা, শেখ আদনান ফাহাদ
– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –- উলিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
- রংপুরে গত ২৪ ঘণ্টায় ২৩ জন করোনায় আক্রান্ত
- একদিনে রেকর্ড ৮৩ জনের মৃত্যু, শনাক্ত ৭২০১
- মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তা প্রশান্তর পরিবারে
- গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে নীলফামারীতে স্মারকলিপি
- সরকারি কাজে বাধা দেয়ায় পাটগ্রামে ৬ ব্যবসায়ী গ্রেফতার
- বিরামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ
- দিনাজপুর মেডিকেলে করোনা চিকিৎসায় বাড়ছে শয্যা
- রংপুরে ন্যায্যমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু
- ‘সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী অপরিহার্য’
- অপশক্তি প্রতিহত করতে প্রস্তুত শেখ হাসিনার বাংলাদেশ
- ১৪ এপ্রিল থেকে সব অফিস বন্ধ, কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা
- কঠোর লকডাউনে নিত্যপণ্যের দোকান খোলা থাকবে ৬ ঘণ্টা
- ‘করোনা মোকাবেলায় শান্তিরক্ষীদের প্রশিক্ষণের বিকল্প নেই’
- ৩ লাখ ছাড়িয়েছে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা
- গ্রামীণ উন্নয়ন, কৃষি ও স্বাস্থ্য খাত বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার
- সর্বাত্মক লকডাউনে সাধারণ ছুটি, মানুষকে ঘরে থাকতে হবে
- আর্মি চিফ’স কনক্লেভ, বিশ্ব শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ
- কঠোর লকডাউনেও খোলা থাকবে শিল্প-কারখানা
- নতুন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
- রেকর্ড গড়ার পথে প্রধানমন্ত্রী
- বস্তিবাসী মানুষের সমস্যার সমাধানের লক্ষ্যে ‘হেল্প ডেস্ক’ চালু
- এক কোটি মায়ের মোবাইলে উপবৃত্তির টাকা পৌঁছে দিয়েছে ‘নগদ’
- যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে চর রাজিবপুর বাজারে
- চলমান লকডাউনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ১১ নির্দেশনা
- দাম কমে যাওয়ায় বিপাকে গঙ্গাচড়ার কুমড়াচাষিরা
- স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুরে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত
- লকডাউনে খোলা থাকবে রফতানিমুখী শিল্প কারখানা
- গরমে ত্বকের যত্নে ডালিম যেভাবে ব্যবহার করবেন
- চলতি সপ্তাহেই ২০০ শয্যার আইসিইউ হাসপাতাল
- এবার রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তির চেষ্টা ইরানের
- বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ৬ সমঝোতা স্মারক সই
- গাড়িতে বমি হওয়ার কারণ ও প্রতিকারের উপায়
- বিএনপি থেকে মুছে যাচ্ছে খালেদার নাম
- ৪১তম বিসিএস প্রিলিতে বসছেন পৌনে পাঁচ লাখ প্রার্থী
- ‘মাদকাসক্ত ছেলের অস্ত্রের আঘাতে’ মায়ের মৃত্যু
- সামাজিক দুরত্ব নিশ্চিত নীলফামারী পৌরসভা মেয়রের মাস্ক বিতরণ
- সাকিবের কলকাতা মাঠে নামছে আজ
- ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা ওয়াশিংটন ডিসি মেয়রের
- তিস্তার দুর্গম চরসহ নীলফামারীজুড়ে সূর্যমুখীর চাষ
- লকডাউনে জরুরি সেবায় যা যা খোলা থাকছে
- হার মেনেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল
- দেশকে উচ্চমাত্রায় নিয়ে যেতে নতুন করে শপথ নিতে হবে: প্রধানমন্ত্রী
- তেহরান চুক্তির মাধ্যমে চীনের নজর মধ্যপ্রাচ্যে
- পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- মামুনুলকে ‘মুখোশধারী’ বলে ডায়েরিতে কি লিখেছেন সেই নারী
- জয়তু শেখ হাসিনা
- `মোদির আগমনের বিরোধিতা করা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা`
- ‘বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না`
- হাদিসের আলোকে প্রশান্তি লাভের উপায়