• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০  

কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা ও সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম শাহরিয়ার নাফিজ ইমন। তিনি জেলার বরুরা থানার ভাতেরশ্বর গ্রামের এমদাদ হোসেনের ছেলে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, কুমিল্লার সদর দক্ষিণ থানার আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা ও সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানোর দায়ে শাহরিয়ার নাফিজ ইমন নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই মোবাইল ফোন দিয়ে গ্রেফতারকৃত আসামি তিন থেকে চারটি ফেসবুক আইডি পরিচালনা করতো। এছাড়া বেশ কয়েকটি ফেসবুক পেজের অ্যাডমিন সে।

তিনি আরও জানান, তার বিভিন্ন ফেসবুক পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালানোসহ সরকার সম্পর্কে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর গুজব ও মানহানিকর অপপ্রচার চালানোর প্রমাণ পাওয়া গেছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –