• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

নওগাঁয় শুরু হয়েছে বোরো ধান কাটা। কিন্তু ‘লকডাউন’র কারণে শ্রমিক সংকটে পড়ায় পাকা ধান নিয়ে দুচিন্তায় পড়েছেন কৃষকরা। এ অবস্থায় কৃষকের সেই দুচিন্তা দূর করতে কৃষকের পাকা ধান কেটে দিলো জেলা যুবলীগ।  

শনিবার (২৪ এপ্রিল) সকালে নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া এলকায় নজরুল ইসলাম নামে এক কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়ির পৌঁছে দিয়েছেন যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী।

এ সময় কৃষক নজরুল ইসলাম  বলেন, করোনার মহামারি আর ‘লকডাউন’ পরিস্থিতির কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। আবার পেলেও বেশি দাম দিয়ে ধান কেটে ঘরে তুলতে হচ্ছে। এতে করে সব কৃষকের কপালেই এখন দুচিন্তার ভাঁজ। এ অবস্থায় মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতেও পারছিলাম না। তবে খবর পেয়ে যুবলীগের নেতা-কর্মীরা আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হলো।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় জানান, ‘লকডাউন’র কারণে জেলায় কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় কৃষক নজরুল তার জমির ধান কাটতে পারছিলেন না। এই খবর পাওয়ার পর তার জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে।  

আগামীতেও কৃষকের পাশে থেকে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –