• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কোরবানি ঈদেও রংপুরে গরম মসলার বাজার মন্দা 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

কোরবানি ঈদে মাংসের বিভিন্ন পদ রান্নার প্রধান অনুষঙ্গ হলো গরম মসলা। আগামীকাল ঈদ হলেও নগরীর কামারপট্টি ও মসলার বাজারে দেখা মিলছে না ক্রেতার ভিড়।

মসলার দাম কমার পরও বাজারে এ মন্দাভাবে বিপাকে পড়েছেন মসলা ব্যবসায়ীরা।

নগরীর সিটি বাজারের মসলা ব্যবসায়ী সহিদুল হক জানান, সাধারণত ঈদের সময় দোকানে ক্রেতা সামলানো মুশকিল হয়ে যায়। কিন্তু এবার স্বাভাবিক ক্রেতা পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

লালবাগ বাজারের মসলা ব্যবসায়ী রাজ্জাক জানান, এমনিতেই বেচাকেনা নেই তার ওপর ঈদের পর লকডাউন। এখন ঈদের বাজার ধরতে যে মসলা আনা হয়েছে তাতে ব্যাপক লোকসান হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –