• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

সৈয়দপুরে পাদুকা ব্যবসায়ীর সাতদিনের জেল

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

ঈদের পরে আবারও কঠোর লকডাউনের বিধি নিষেধের প্রথম দিনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সানোয়ার হোসেন নামে এক পাদুকা ব্যবসায়ীর সাতদিনের বিনাসশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
 
গতকাল শুক্রবার(২৩ জুলাই) শহরের ডা. শামসুল হক সড়কে অবস্থিত ‘নাজ সু স্টোর’এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক সানোয়ারকে এই দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম। এছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত ২১মামলায় ৫ হাজার ৪০০টাকা জরিমানা আদায় করা হয় কঠোর বিধি নিষেধ উপেক্ষা করায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম জানান, দোকানের অর্ধেক শার্টার খুলে রেখে ব্যবসা চালাচ্ছিলেন সানোয়ার হোসেন। এ সময় তাকে দন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এদিকে জেলার অন্যান্য ৫ উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে সেনাবাহিনী বিজিবি পুলিশ, র‌্যাব ও পুলিশ বাহিনী সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগন। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –