• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বিধিনিষেধের দ্বিতীয় দিনে গাইবান্ধায় কঠোর অবস্থানে প্রশাসন 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

করোনা সংক্রমণ রোধে গাইবান্ধায় বিধিনিষেধের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। এসময় লকডাউন অমান্য করায় ৬৬ মামলায় ৫০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ জুলাই) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জেলার প্রত্যেক উপজেলায় স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে দিনব্যাপী মোট ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় ৬৬ মামলায় ৫০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যরা সহযোগিতা করছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –