• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পীরগাছায় ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচের আনন্দে রক্তের দাগ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

রংপুরের পীরগাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত দুই ভাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার অন্নন্দানগর ইউপির রংনাথ দাখিল মাদরাসা মাঠে ঘটনাটি ঘটে।

ছুরিকাঘাতে আহত সহোদররা হলেন- রংনাথ গ্রামের নুরুল ইসলামের ছেলে নায়িম মিয়া (১৮) ও রাসেল মিয়া (২৪)।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে রংনাথ দাখিল মাদরাসা মাঠে স্থানীয়দের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় একই দলের পক্ষে প্রস্তুতি নেন নায়িম ও রাসেলসহ অন্য খেলোয়াড়রা। কিন্তু তাদের দলের জার্সির নম্বর নিয়ে বিপত্তি বাধে। একপর্যায়ে তাদের সঙ্গে সহযোগী খেলোয়াড় নুরুল ইসলাম ও খাদেমুলের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে তারা মাঠের পাশে দুই ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অন্নন্দানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে তিনি জানান।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –