• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

৮৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য রংপুর বিভাগ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

৮৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য রংপুর বিভাগ।তবে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এর আগে গত ১৮ জুন মৃত্যুশূন্য ছিল রংপুর বিভাগ।

সোমবার (১৩ সেপ্টেম্ব) সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময় ৮৪৭ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রংপুরে ৫, পঞ্চগড়ে ৭, নীলফামারীতে ৩, কুড়িগ্রামে ৫, ঠাকুরগাঁওয়ে ১৭ ও দিনাজপুরের ৯ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ২০৬। এদিকে করোনা সংক্রমণে বিভাগে মোট ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে টিকা নিতে হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –