• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঘন কুয়াশায় অন্ধকার চারপাশ, দিনাজপুরে তাপমাত্রা ১০.৩

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের মাত্রা বেড়েছে। বুধবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

এদিকে শীত বাড়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সকালে ঘন কুয়াশায় চারপাশ অন্ধকার থাকায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তবে রোদ উঠলে দুপুরের দিকে তাপমাত্রা বাড়ছে।

জানা যায়, প্রতিদিন বিকালের পর থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। রাত ১০টা পর্যন্ত বাজারে মানুষের সমাগম থাকলেও শীতের কারণে সন্ধ্যার পর বাজার ফাঁকা হয়ে যাচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –