• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে লজিক’র সমন্বয় সভা অনুষ্ঠিত   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

কুড়িগ্রামে জেলা পর্যায়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার জেলা প্রশাসক কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিলুফা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মঞ্জুলুল হক, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

লজিক প্রকল্প জলবায়ু পরিবর্তনের সাথে সাথে স্থানীয় জনগোষ্ঠীকে খাপ খাওযাতে কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর উপজেলার ১০টি ইউনিয়নে তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০১৭ সাল থেকে ২০২৩সালের জুন পর্যন্ত তাদের কার্যক্রম চলমান থাকবে। এই প্রকল্পের মাধ্যমে গত ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৪ কোটি ৫৫লক্ষ ৭৪ হাজার ১৫০ টাকার প্রকল্প হাতে নিয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –