• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুর কারাগারের টয়লেটে পড়ে কয়েদির মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

দিনাজপুর জেলা কারাগারের টয়লাটে পড়ে গিয়ে সফিকুল ইসলাম নামে দুটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত সফিকুল ইসলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার চকপাতলা গ্রামের হাসান আলীর ছেলে। বুধবার দুপুরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা সুপার মোকাম্মেল হোসেন বলেন, ১৬ লাখ ও ৩ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলায় সফিকুল ইসলামকে দেড় বছরের সাজা দেয় আদালত। ২০২১ সালের ২৩ জুলাই তাকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে কারাগারের টয়লেটে পড়ে থাকতে দেখা গেছে। পরে উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, সফিকুল ইসলামের হার্টের সার্জারি করা হয়েছিল। এছাড়া তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –