• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২  

টানা তিনদিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জনপদ পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

শুক্রবার সকালেও সূর্যের মুখ দেখা যাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি দেখা যায়। তবে টানা শৈত্যপ্রবাহে প্রতিদিন বিকালের পর থেকেই শুরু হয় ঘন কুয়াশা। উত্তরের হিম শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

শহরের তুলারডাংগা মহল্লার ইজিবাইক চালক সফিজুল ইসলাম বলেন, ‘আগে প্রতিদিন ৫০০-৭০০ টাকা পর্যন্ত আয় হতো। এখন ঠান্ডার কারণে কেউ গাড়িতে উঠতে চায় না। দৈনিক আয় অর্ধেকেরও কম হয়। শীতে পরিবার নিয়ে অনেক কষ্টে আছি।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, ‘শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –