• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

কান্তজীউ মন্দির পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক    

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২২  

দিনাজপুরের ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত। 

শুক্রবার বিকেলে জেলার কাহারোল উপজেলায় অবস্থিত কান্তজীউ মন্দির ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরে যান এবং মন্দিরের চারিদিক ঘুরে দেখেন  প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক।

এসময় কান্তজীউ’র মন্দিরের গায়ে টেরাকোটা খচিত পোড়ামাটির চিত্রফলকের সাহায্যে রামায়ণ-মহাভারতের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি- এ চারটি শাস্ত্রীর যুগের পৌরাণিক কাহিনী, নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে মুগ্ধ হন রতন চন্দ্র পন্ডিত। 

মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিৎহ, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –