• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঘোড়াঘাটে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে ১ রোহিঙ্গা আটক    

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২২  

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে নুর হোসেন নামে এক রোহিঙ্গা পুলিশের হাতে আটক হয়েছেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে মকবুল আহমেদের ছেলে মোঃ নুর হোসেনসহ দুইজন কাজের সন্ধানে দিনাজপুরের ঘোড়াঘাটে অবস্থানকালে কোন এক সময় অসুস্থ হয়ে পড়লে কে বা কাহারা গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার ভাষা বুঝতে না পেরে রোহিঙ্গা মনে করে পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নুর হোসেন পুরোপুরি সুস্থ হয়ে উঠলে কক্সবাজার পুলিশ সুপারের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –