• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

তিস্তা ব্যারাজে বিজিবির উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২২  

লালমনিরহাটের হাতীবান্ধা বিজিবি তিস্তা ব্যাটালিয়ন -২(৬১ বিজিবির)  উদ্যোগে নানা কর্মসূচিতে মাদক দ্রব্যের অপব্যহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস পালিত হয়েছে। 

গতকাল রবিবার (২৬জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণার লিফলেট বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ।

জানা গেছে, গত ২০ জুন এ কর্মসূচি শুরু হয়ে চলে ২৬ জুন পর্যন্ত। কর্মসূচির মধ্যে ছিল জনসচেতনতামূলক ব্যানার, ফেস্টুন স্থাপন, মাইকিং, স্কুল কলেজ ও বাজারে লিফলেট বিতরণ ও স্থানীয় বিভিন্ন পেশার মানুষদের নিয়ে সমাবেশ। রবিবার (২৬ জুন) দুপুরে হাতীবান্ধা দোয়ানী ব্যারাজ সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। 

লিফলেট বিতরণ করেন মেজর নূরুদ্দিন। এসময় বিজিবির নায়েক ওয়াজেদ, সিপাহি সাইফুল ইসলাম ও সোলায়মান গণি সঙ্গে ছিলেন। এছাড়াও বুড়িমারী বিওপিতে মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –