• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিরামপুর সীমান্তে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২২  

মাদক দিবস উপলক্ষে সীমান্তে বসবাসরত জনসাধারণের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার বিকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার নিশিবাকুড় এলাকার শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনে ভাইগড় বিওপি ক্যাম্পের সদস্যরা সমৃদ্ধ কমিউনিটি সেন্টারের মাধ্যমে মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করেন। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের ডাঃ আবদুল ওহাব মেডিক্যাল ক্যাম্পেইনে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় সহকারী চিকিৎসক ও বিজিবি সদস্যরা মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল ইসলাম বলেন, বিজিবির আয়োজনে মেডিক্যাল ক্যাম্পেইনে ভাইগড় বিওপি এলাকার ২৫৬ জনকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –