• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঠাকুরগাঁওয়ে সেতুর নিচ থেকে বস্তাবন্দি মাদরাসাছাত্রী জীবিত উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

ঠাকুরগাঁওয়ে সেতুর নিচ থেকে বস্তাবন্দি মাদরাসাছাত্রী জীবিত উদ্ধার          
ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় মাহমুদা (১৪) নামে মহিলা মাদরাসার এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার সকালে পৌর শহরের গোবিন্দনগর টাংগন নদীর জোড়া সেতুর নিচে থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাহমুদা দিনাজপুর কবিরাজহাট এলাকার ক্বারী মোস্তফা কামালের মেয়ে। সে ঠাকুরগাঁও টাংগন মহিলা মাদরাসার শিক্ষার্থী।
 
সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে টাংগন জোড়া সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে জীবিত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে বস্তায় ভরে সেতুর নিচে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –