• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে জরিমানা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

রংপুরের মাহিগঞ্জ সরেয়ার তল নামক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, বিস্কুটসহ অন্যান্য খাদ্যপণ্য প্রস্তুত করার অভিযোগে একটি বেকারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও কেমিক্যালযুক্ত খাদ্যপণ্য তৈরির  অপরাধে গাজী বেকারি নামে এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান জানান, রংপুর সিটি কর্পোরেশনাধীন সরেয়ার তল এলাকায় অভিযান পরিচালনার সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও কেমিক্যালযুক্ত খাদ্যপণ্য তৈরি অবস্থায় পাওয়া যায় এবং এ অপরাধে বেকারিটিকে পাঁচ  হাজার টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্যের সরবরাহ নিশ্চিতকরণসহ ভেজাল দুর করতে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –