• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

একসঙ্গে জন্ম নেয়া স্বপ্ন ও সেতুকে রেখে চলে গেল পদ্মা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

একসঙ্গে জন্ম নেয়া স্বপ্ন ও সেতুকে রেখে চলে গেল পদ্মা                  
দিনাজপুরের বিরামপুরে একসঙ্গে জন্ম নেয়া স্বপ্ন, পদ্মা ও সেতু নামে তিন শিশুর মধ্যে পদ্মার মৃত্যু হয়েছে। তবে স্বপ্ন ও সেতু সুস্থ আছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে পদ্মা নামে শিশুটির মৃত্যু হয়। তার বাবা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তিন শিশুসন্তানকে বাড়িতে সুস্থ দেখে বাজারে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তাদের মা মোবাইল ফোনে পদ্মার অসুস্থতার কথা জানান। তিনি বাড়িতে আসার আগেই পদ্মার মৃত্যু হয়। তবে বাকি দুই শিশু সুস্থ আছে।

গত ১৮ জুলাই বিরামপুরের একটি হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, পদ্মা নামের শিশুটি মারা যাওয়ার বিষয়টি জেনেছি। বাকি দুই শিশুকে হাসপাতালে এনে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –