• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রফতানি বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। 

শুক্রবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার থেকে রোববার (৯ অক্টোবর) পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১০ সেপ্টেম্বর) থেকে বন্দরের কার্যক্রম ফের চালু হবে।

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও চার দেশের পাসপোর্টে যাতায়াত করা যাত্রীদের ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –