• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে দুর্গোৎসবে দায়িত্ব পালন করছে ২৯ হাজার আনসার ভিডিপি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২  

রংপুরে দুর্গোৎসবে দায়িত্ব পালন করছে ২৯ হাজার আনসার ভিডিপি            
শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলায় ২৯ হাজার ১২৮ জন প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ছয়দিন রংপুর বিভাগের ৮টি জেলার ৫ হাজার ৪২৪টি পূজা মণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা পুলিশকে সহায়তার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্ব পালন করেন।

আনসার ভিডিপি রংপুর রেঞ্জ সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ মণ্ডপে একজন পিসি, একজন এপিসি, চারজন পুরুষ ও দুজন মহিলা ভিডিপিসহ আটজন, কম ঝুঁকিপূর্ণ মণ্ডপে একজন পিসি, তিনজন পুরুষ ও দুজন মহিলা ভিডিপিসহ ছয়জন ও সাধারণ মণ্ডপে একজন এপিসি, একজন পুরুষ ও দুজন করে মহিলা ভিডিপি সদস্য দায়িত্ব পালনে রয়েছে।

রংপুর জেলার ৯২৮টি মণ্ডপের জন্য ৪ হাজার ৫৭০ জন আনসার ভিডিপি সদস্য, কুড়িগ্রাম জেলার ৫১৬টি মণ্ডপের জন্য ২ হাজার ৮৪৮ জন, লালমনিরহাট জেলার ৪৬৩টি মণ্ডপের জন্য ২ হাজার ৭২৪ জন, গাইবান্ধা জেলার ৬০৮টি মণ্ডপের জন্য ৩ হাজার ১৬৮ জন, নীলফামরী জেলার ৮৬৮টি মণ্ডপের জন্য ৪ হাজার ৩৪৮ জন, দিনাজপুর জেলার ১২৮৫টি মণ্ডপের জন্য ৭ হাজার ২০ জন্য, ঠাকুরগাঁও জেলার ৪৬৩টি মণ্ডপের জন্য ২ হাজার ৭০২ জন, পঞ্চগড় জেলার ২৯৬টি মণ্ডপের জন্য ১ হাজার ৭৫০ জনসহ মোট ২৯ হাজার ১২৮ জন আনসার ভিডিপি সদস্য শান্তি-শৃঙ্খলায় কাজ করে যাচ্ছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –