• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে ডিএনসির মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২  

নীলফামারীর ডোমার উপজেলায় ১০ গ্রাম হেরোইনসহ জহুরুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উপজেলার আন্ধারুর মোড় এলাকা থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইনসহ জহুরুল ইসলামকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম রাজশাহী জেলার বাসিন্দা। তবে ডোমারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি।

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর (খ) ধারায় গ্রেপ্তারকৃত জহুরুলের বিরুদ্ধে একটি মামলা করেন।

জানতে চাইলে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১০ গ্রাম হেরোইন সহ জহুরুল ইসলাম নামে একজনকে পুলিশ হেফাজতে দিয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –