• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

রসিক নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর)। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এদিন তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএস আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। মোট ২৭৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে সাধারণ আসনে কাউন্সিলর পদে ১৫৮ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৬৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের মো. আবু রায়হান, স্বতন্ত্র থেকে মো. লতিফুর রহমান, খেলাফত মজলিসের মো. তৌহিদুর রহমান মণ্ডল, জাতীয় পার্টির (জাপা) মো. মোস্তাফিজার রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মো. শফিয়ার রহমান, স্বতন্ত্র থেকে মো. আতাউর জামান বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া, স্বতন্ত্র থেকে মো. মেহেদী হাসান বনি ও জাকের পার্টির মো. খোরশেদ আলম।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ৪ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৭ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৭ ডিসেম্বর।

সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। সে মোতাবেক এ সিটির বর্তমান নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –