• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়                               
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের দিন দিন হ্রাস পাচ্ছে তাপমাত্রা। গত কয়েক দিন ধরে এ জেলায় চলছে মাঝারী শৈত্যপ্রবাহ৷ 

মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্য সর্বনিম্ন তাপমাত্রা। এ তথ্যটি নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ৷ 

তিনি বলেন,গত কয়েকদিন থেকে এখানে তাপমাত্রা উঠানামার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। গত দুদিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে কিছুটা সূর্যের আলোর দেখা দিয়েছে। 

আবহাওয়া অফিস জানায়, উত্তর দিক থেকে বয়ে আসা হিমালের হিম বাতাস আর ঘন কুয়াশার কারণে গত কয়েক দিন এ উপজেলায় তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং শীতের তীব্রতা বৃ্দ্ধি পাচ্ছে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা হ্রাসের পাশাপাশি শীতের তীব্রতা আরো বৃ্দ্ধি পেতে পারে।

এদিকে সরেজমিনে দেখা যায়,কনকনে হাড়কাঁপানো শীতের চরম ভোগান্তিতে পড়েছেন পাথর,চা শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষরা। তারা সময় মতো কাজে যেতে পারে না। খুব একটা প্রয়োজন না হলে ঘর থেকে বের হয় না মানুষ৷ সন্ধ্যা থেকে পর দিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ৷ 

ভ্যানচালক জিতেন রায় বলেন, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের ভ্যান চালাতে খুব কষ্ট হয়। গত কয়েকদিন থেকে আয় কমে যাওয়ায় বেকার সময় পার করতে হচ্ছে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –