• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঘোড়াঘাটে প্রাচীন শিলালিপি উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাচীনকালের একটি শিলালিপি উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার কুচেরপাড়া গ্রাম থেকে এ শিলালিপি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের কবরস্থানের মাটি ভেকু দ্বারা সমান করতে গিয়ে ভেকু চালক প্রাচীনকালের শিলালিপিটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মফিজুল ইসলামকে অবগত করেন। পরে তিনি ঘোড়াঘাট পুলিশকে খবর দেন। পুলিশ শিলালিপিটি উদ্ধার করে থানায় নেয়।

এলাকাবাসীরা বলছেন, বহু বছর আগে এখানে জমিদারদের বাস ছিল। ধারণা করা হয় এটি কোন জমিদারের বা মহারাজাদের কবরের শিলালিপি। 

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের অনুমতি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –