• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সাহিত্য সম্মেলনে যোগ দিতে এলো ভারতীয় প্রতিনিধি দল

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

 
দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছে ১৫ সদস্যর ভারতীয় প্রতিনিধি দল। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের হিলি স্থলবন্দরে এলে দলটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফসাকলের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা।

এ সময় হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এফসাকলের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, রোববার রংপুরের পীরগঞ্জে সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলনে গুণিজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ভারত থেকে আসা অতিথিরা হলেন- ভারতের আসাম তেজপুরের বিশিষ্ট আন্তরাষ্ট্রীয় খ্যাতিপ্রাপ্ত লেখক জ্ঞান বাহাদুর ছেত্রী, পশ্চিমবঙ্গ মমুর্শিদাবাদের বিশিষ্ট লেখক নজরুল ইসলাম, আবৃত্তি শিল্পী শিক্ষক সংগঠক সুমর্তভান খাতুন, নেপাল ফিল্নস নৃত্য পরিচালক নারায়ণ রিজাল, আসামের বিশিষ্ট কবি রানা কাফ্লে, নেপাল খাদবারী বিশিষ্ট সাহিত্যিক তারা বাহাদুর বুরাথোকী, আসামের কারবি আংলংয়ের বিশিষ্ট লেখক টংক কোঁবর, সিকিমের বিশিষ্ট সাহিত্যিক ললিত লোহার ও পশ্চিমবঙ্গ হাওড়ার সংগঠক আব্দুল খালিক।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –