• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৭ ১৪৩০

  • || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দিনাজপুর সদর উপজেলায় ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: ২০২৩ তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস

কুড়িগ্রামে পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২০

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

শনিবার সকাল ১১টার দিকে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে সাত আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় একজন, রাজারহাট থানায় একজন, উলিপুর থানায় দুইজন, নাগেশ্বরী থানায় একজন, কচাকাটা থানায় একজন, নিয়মিত মামলায় বারোজন, ১৫১ ধারায় একজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি-বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –