• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

দিনাজপুরে আগুনে পুড়ে জাহানারা বেগম (৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ঢাডিশাইল গ্রামে এ ঘটনা ঘটে। জাহানারা বেগম ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

নিহতের ছেলে জাহাঙ্গীর আলম জানান, রাত আনুমানিক ২টার দিকে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আমার মা ঘরে আটকা পড়েন। প্যারালাইসিস রোগী হওয়ায় তিনি ঘর থেকে বের হতে পারেননি। সেখানেই তিনি আগুনে পুড়ে মারা যান। তার শরীরের হাড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। বাড়ির কোনো কিছুই রক্ষা করতে পারিনি।

এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক জানান, ঠিক কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে তা নিশ্চিত নয়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –