• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ে মাটি ধসে লক্ষণ চন্দ্র পাল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লক্ষণ দিনাজপুরের বীরগঞ্জ থানার ৯নং সাতর ইউনিয়নের দক্ষিণ দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টা থেকে ডিসি বস্তি এলাকায় মমতা বেগমের বাড়িতে কয়েকজন শ্রমিক মাটির নিচে রিং বসাচ্ছিলেন। এ সময় কাজ করতে করতে প্রায় ১৪টি রিং বসানোর পর লক্ষণের ওপর মাটি ধসে পড়ে। নারায়ণ চন্দ্র নামে আরেক শ্রমিক চিৎকার করলে তাকে উদ্ধার করতে আশাপাশের লোকজন ছুটে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লক্ষণের মৃতদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –