• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

দুই ছেলের ঝগড়া, থামাতে গিয়ে প্রাণ গেল মায়ের

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাঁশ কাটা নিয়ে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে আনোয়ারা বেগম ওরফে আসারী নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউপির ঝালিংগীগছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।

জানা যায়, বিকেলে বাঁশ কাটা নিয়ে আতিয়ার রহমানের দুই ছেলে ইউসুফ আলী এবং আমিনার রহমানের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে উভয়ের চিৎকার শুনে তাদের থামাতে এগিয়ে আসেন মা আনোয়ারা বেগম। এ সময় হোঁচট খেয়ে বৃদ্ধা আনোয়ারা পরে যান এবং জ্ঞান হারান। পরিবারের সদস্যরা তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আনোয়ারা বেগম। পরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানায়। তবে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –