• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

হেলিকপ্টার দেখতে ছুটলেন মা, ঘরে পুড়ে মরলো ছোট্ট মোস্তাকিম

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মে ২০২৩  

 
গতকাল রোববার বিকেলে রান্না করছিলেন রতন আলীর স্ত্রী। এ সময় একটি হেলিকপ্টার খুব নিচ দিয়ে ওই এলাকার আকাশে ওড়াউড়ি করছিল। হেলিকপ্টার দেখতে উৎসুক জনতা ভিড় করতে থাকে। শিশুটির মাও রান্নাঘর থেকে বেরিয়ে হেলিকপ্টার দেখতে যান। এ সময় চুলার আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় তিন বছরের শিশু মোস্তাকিম। একই সঙ্গে সম্পূর্ণ পুড়ে যায় ৮টি ঘর। 

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা জানান, চতুরাখোর গ্রামে রতন আলীর স্ত্রী বিকেলে রান্না করছিলেন। এ সময় একটি হেলিকপ্টার খুব নিচ দিয়ে ওই এলাকার আকাশে ওড়াউড়ি করছিল। হেলিকপ্টার দেখতে উৎসুক জনতা ভিড় করতে থাকে। শিশুটির মাও রান্নাঘর থেকে বেরিয়ে হেলিকপ্টার দেখতে যান। এ সময় চুলা থেকে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। শিশু মোস্তাকিম একটি ঘরে ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুটিকে বের করারও সময় পায়নি পরিবারের সদস্যরা। সে ঘরের মধ্যে পুড়ে মারা গেছে। এ সময় ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নিভলে ছাইয়ের স্তূপ থেকে শিশুটির ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির বাবা রতন আলীর দাবি, ঘরে থাকা ৩ লাখ ২০ হাজার টাকাও পুড়ে ছাই হয়েছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –