• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডোমারে মধ্যরাতে সুপারি চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২৩  

 
নীলফামারীর ডোমার উপজেলায় মধ্যরাতে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সালাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের খাইরুল ইসলাম জুয়েলের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। মৃত সালাম তিনি একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেটের কামাত এলাকার ধুদির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মশিউর রহমান।

তিনি জানান, ভোরে রাস্তায় হাঁটার সময় সুপারি বাগানে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দেখেন মৃতের কোমরে প্লাস্টিকের বস্তা ও তার সেন্ডেলসহ বেশকিছু সুপারি ছড়িয়ে ছিটিয়ে আছে। ধারণা করা হচ্ছে, সুপারি চুরি করতে এসে গাছ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –