• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ সিরাজুল ইসলাম কান্দুরা (৬০) নামে পথচারীর মৃত্যু হয়েছে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। এর আগে রবিবার সকালে বড়খাতার- জলঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম কান্দুরা  উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের  মৃত সোলেমান শেখের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে উপজেলার শিমুলতলা এলাকায় বড়খাতা- জলঢাকা মহাসড়ক পার হওয়ার সময় সানিয়াজান থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল ওই বৃদ্ধ সিরাজুল ইসলামকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আহত হন বৃদ্ধ। পরে গুরুতর আহতাবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

হাতীবান্ধা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করি। আহত বৃদ্ধ মৃত্যু হয়েছে বলে জেনেছি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –