• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

প্রথমবারের মতো ফ্রান্স যাচ্ছে দিনাজপুরের লিচু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

 
প্রথমবারের মতো দিনাজপুরের লিচু যাচ্ছে ফ্রান্সে। ৪০টি ক্যারেটে ১৬ হাজার বেদানা লিচু ইতোমধ্যে রওনা হয়েছে। রসালো এ ফল প্রথমে ঢাকায় নেওয়া হবে। সেখান থেকে উড়োজাহাজে করে যাবে ইউরোপের ওই দেশে। এর মাধ্যমে দেশের বাইরে লিচু রপ্তানির দ্বার উন্মোচন হলো। পরের চালানে প্রায় সাড়ে পাঁচ লাখ চায়না থ্রি জাতের লিচু পাঠানো হবে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় দিনাজপুরের লিচু ফ্রান্সে রপ্তানির কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিচুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, লিচু চাষি আফজাল হোসেন প্রমুখ। বিরলের চকভবানী গ্রামের আফজাল হোসেনের বাগান থেকে এসব লিচু নেওয়া হয়েছে। 

জেলা প্রশাসন জানায়, প্রায় ৩০০ কেজি ওজনের লিচুগুলো ঢাকা থেকে কার্গোর মাধ্যমে ইউরোপে যাবে। বাংলাদেশ থেকে মিন্টু ইসলাম নামে এক ব্যবসায়ী ফলগুলো ফ্রান্সের প্রাইম এশিয়া কোম্পানির স্বত্বাধিকারী শেখ মাসুমের কাছে পাঠাবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিমিত মাত্রায় কীটনাশকসহ বিভিন্ন উপকরণে এসব লিচুর গুণমান ঠিক রাখা হয়েছে। 

দিনাজপুরের লিচু স্বাদ, গন্ধ ও মিষ্টতায় ভরপুর। এ হিসেবে জেলার আলাদা খ্যাতি আছে। প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে এবার রসালো এ ফল চাষ হয়েছে। বাগানিরা যাতে ন্যয্য মূল্য পান এবং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় হয়, সে জন্য ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে লিচু রপ্তানির পরিকল্পনা নেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। পর ফ্রান্স দূতাবাসের মাধ্যমে প্রথম চালান পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

লিচু চাষি আফজাল হোসেন বলেন, আমি লিচুগুলো অনেক যত্নে বড় করেছি। এগুলো এখন ইউরোপে যাচ্ছে। আমার জন্য গর্বের বিষয় যে, প্রত্যন্ত গ্রামে চাষ করলেও আমার বাগানের ফল ফ্রান্সে যাচ্ছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –