• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে রেলস্টেশনের ৩০০ গজ উত্তরে ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান শহরের গোলাহাট এলাকার মো. জাবেদের ছেলে।

আযম বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল।

নিহত ইমরানের বাবা জাবেদ জানান, তার ছেলে ইমরান মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়। পরে স্থানীয়দের কাছে শুনে ঘটনাস্থলে গিয়ে তার ছেলের মরদেহ শনাক্ত করেন।

ওসি সাকিউল আযম বলেন, ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইমরান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –