– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

নীলফামারীতে ভুল চিকিৎসার তদন্ত করেছে স্বাস্থ্য বিভাগ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসার অভিযোগে রুবাইয়া ডেন্টাল কেয়ার অ্যান্ড কিউর নামে একটি চিকিৎসাকেন্দ্রে তদন্ত করেছে স্বাস্থ্য বিভাগ।  

মমিনুর রহমান নামে এক ভুক্তভোগীর সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী তদন্ত করে উপজেলা স্বাস্থ্য বিভাগের চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স সার্জন ডা. হযরত আলী তদন্ত  কমিটির প্রধান। অন্য সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান নোবেল, ডা. জওহার অনন্যা, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল-আমিন রহমান।

জানা যায়, মমিনুর রহমান নামে এক ব্যক্তি দাঁতের ব্যথা নিয়ে রুবাইয়া ডেন্টাল কেয়ার অ্যান্ড কিউরের চিকিৎসক মো. সুমন রহমানের কাছে যান। সুমন রহমানের কাছে চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগীর দাঁতের ব্যথা বেড়ে বেশি অসুস্থ হয়ে পড়েন।  

তদন্ত কমিটির প্রধান ডা. হযরত আলী বলেন, অভিযোগের ভিত্তিতে রুবাইয়া ডেন্টাল কেয়ার অ্যান্ড কিউরে তদন্ত করা হয়েছে। এখানে এক্স-রে করার কথা উল্লেখ থাকলেও কোনো এক্স-রে মেশিন পাওয়া যায়নি। চিকিৎসার জায়গার সংকুলানসহ বেশ কিছু অসংগতি দেখা গেছে। তদন্ত রিপোর্ট সিভিল সার্জন বরাবরে দ্রুত জমা দেওয়া হবে। এরপর তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে।  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –