– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি সালিশে কথা কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রংপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে দুলুর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে হতাহত ৫

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের নবাবগঞ্জে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ-পীরগঞ্জ ভাইজির মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার উপজেলার কাচঁদহ গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কাঁচদহ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নবাবগঞ্জের দি‌কে আসছিল। এ সময় উপজেলার ভাইজির মোড় নামকস্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতা‌লে নেয়ার প‌থে আবুল বাশার মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –