– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি সালিশে কথা কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রংপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে দুলুর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাচারের সময় পিকআপ ভর্তি চা পাতা জব্দ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

পঞ্চগড় সদর উপজেলায় রাতের আঁধারে পাচারের সময় অর্ধশতাধিক বস্তা চা পাতাসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।  

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মাহানপাড়ার আঞ্চলিক সড়ক থেকে এ চা জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় চা বোর্ডের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চা পাতাসহ গাড়িটি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পিকআপ চালক। 

পঞ্চগড় চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে অভিযানের সময় গাড়িটির নাম্বার প্লেট পাওয়া যায়নি। গাড়ির গায়ে রং দিয়ে ছোট করে একটি নাম্বার লেখা থাকলেও ধারণা করা হচ্ছে এটি ভুয়া নাম্বার।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন বলেন, অর্ধশতাধিক বস্তা চা পাতা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –