• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩  

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের বড় মটুপপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, লবণ, সাবান, আটা, আলুসহ অন্যান্য খাদ্যসামগ্রী  প্রদান করেন ছাত্রলীগ সভাপতি।

এ সময় এস এম সাব্বির আহমেদ বলেন, আমি সব সময় চেষ্টা করি এই এলাকার সন্তান হিসেবে সদর উপজেলাবাসীর সুখে-দুঃখে পাশে থাকার। স্থানীয় ছাত্রলীগ নেতাদের মাধ্যমে অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পেরে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে তাদের বিপদের দিনে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

উল্লেখ্য, বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বড় মটুপপুর এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –