• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ কর্মচারী নিহত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নজির হোসেন (৫৫) নামে অটোরিকশার এক যাত্রীর নিহত হয়েছেন। তিনি ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অফিস সহায়ক ছিলেন।

শুক্রবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফুলবাড়ী-বালারহাট সড়কের মাথাঢুলার ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত নজির হোসেন উপজেলার কবিরমামুদ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। আহত মোটরসাইকেল চালক হলেন উপজেলার উত্তর শিমুলবাড়ী গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে জয়কান্ত (৩০)।

জানা গেছে, ফুলবাড়ী থেকে অটোরিকশাযোগে ব্যক্তিগত কাজে বালারহাট যাচ্ছিলেন নজির হোসেন। অটোরিকশাটি ছড়ারপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নজির হোসেন ও মোটরসাইকেল চালক জয়কান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজির হোসেনকে মৃত ঘোষণা করেন। জয়কান্তের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হোমায়রা খাতুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নজির হোসেন মারা যান।

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, সড়কে একজন নিহত হওয়ার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –