• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পুকুরে ভাসছিল ২ ভাই, হাসপাতালে নেয়ার আগেই গেল প্রাণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪  

কুড়িগ্রামের রাজিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কোদালকাটি ইউনিয়নের দুলাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই এলাকার আব্দুল আলীম ছেলে দেলোয়ার হোসেন (২) ও নুরুন্নবীর ছেলে কামরুল হাসান (২)। তারা আপন চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে রাস্তায় খেলতে খেলতে পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে ভাসতে দেখেন তাদের। পরে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজিবপুর থানার ওসি মো. সেলিমুর রহমান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ইউডি মামলা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –