• বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৫ রবিউস সানি ১৪৪৬

দুধকুমার নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ডুবে সিয়াম (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট সেতুর নিচে এ ঘটনা ঘটে। সিয়াম ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হামিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সিয়াম ও জাহিন নদের পাড়ে ফুটবল খেলতে যায়। একপর্যায় বল নদে পড়ে যায়। সে বল তুলতে গিয়ে দুজনে নদে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামের খোঁজ পাওয়া যায়নি। পরে ডুবুরিরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –