• বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৫ রবিউস সানি ১৪৪৬

রংপুরের মিঠাপুকুর প্রেস ক্লাবের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪  

রংপুরের মিঠাপুকুর প্রেস ক্লাবের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি শেখ শাদী সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান রিপুল।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন অনুমোদন করা হয়। এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শামীম আখতার, সহসভাপতি দৈনিক সংগ্রামের হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের রুবেল হুসাইন সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আওয়ার বাংলাদেশের আশিকুর রহমান।


সহ-সাংগঠনিক সম্পাদক বাংলার দূতের আজিজুল ইসলাম মজুমদার, কোষাধ্যক্ষ নয়াদিগন্তের শাহিন মণ্ডল, দপ্তর সম্পাদক রুবেল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক রায়হান কবির, প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ, ধর্মবিষয়ক সম্পাদক আলোকিত বাংলাদেশের সুলতান মারজান, ক্রীড়াবিষয়ক সম্পাদক দি নিউ নেশনের বিপ্লব রহমান।

শিক্ষাবিষয়ক সম্পাদক দৈনিক সংবাদের আনোয়ার হোসেন রাব্বি এবং ১ নম্বর কার্যনির্বাহী সদস্য করা হয়েছে আজকের পত্রিকার প্রদীপ কুমার গোস্বামীকে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –