• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহে এবারও হচ্ছে না জামাত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ গোর-এ শহীদ বড় ময়দানের ঈদগাহ মিনারে এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত।

শনিবার (১৭ জুলাই) বিকেলে গোর-এ শহীদ বড় ময়দানের ঈদগাহ মিনার কমিটির সভাপতি ও দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই ঈদগাহ মিনারে লাখো মুসল্লির সমাগম হয়। তাই করোনা সংক্রমণ রোধে এবারও ঈদুল আজহার জামাত না করার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ঈদগাহ কমিটির সভাপতি বলেন, ‘এবার মসজিদেও ঈদুল আজহার জামাত বড় পরিসরে হবে না। শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। জেলার অন্যান্য ঈদগাহ মাঠের কমিটি গুলোকে ঈদের জামায়াত অনুষ্ঠিত করার ব্যাপারে নিরুৎসাহি করা হবে।’

এর আগে, করোনার কারণে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ গোর-এ শহীদ বড় ময়দানের ঈদগাহ মিনারে গত তিনটি ঈদে নামাজ হয়নি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –