• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

যানজট নিয়ন্ত্রণ করতে মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ জুলাই পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধের সিদ্ধান্ত  নেওয়া হয়।
 
তবে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল দ্রব্য, কোরবানির পশু, জ্বালানি, ওষুধ, ত্রাণ, সংবাদপত্র ও রফতানিবাহী যানবাহন।

মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক প্রকৌশলী শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন এবং যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেআগামী ২২ জুলাই তারিখ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –