• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দেশে টিকার আর সংকট হবে না- পররাষ্ট্রমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

আগামীতে দেশে করোনাভাইরাস প্রতিরোধ টিকার আর সংকট হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার জাপান থেকে আসা প্রায় আড়াই লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা গ্রহণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ও মাধ্যম থেকে বাংলাদেশে করোনাভাইরাসের টিকা আসা শুরু হয়েছে। টিকা আসা অব্যাহত থাকবে। এতে করোনার টিকার আর কোনো সংকট হবে না।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান কয়েক ধাপে ২ দশমিক ৯ মিলিয়ন ডোজের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে।

তিনি আরো জানান, দেশবাসীর জন্য টিকার অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে সরকার এরই মধ্যে বাণিজ্যিকভাবে ক্রয়ের পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরো করোনার টিকা সংগ্রহের সুব্যবস্থা করেছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –