• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জনগণকে করোনার টিকা দেওয়ার চেষ্টা করছি- স্বাস্থ্যমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো স্বাস্থ্যসেবা দেওয়া। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। জনগণকে করোনার টিকা দেওয়ার চেষ্টা করছি।’

সোমবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘হাসপাতালে কতগুলো বেড আছে, কতগুলো খালি আছে, কতজন ভর্তি আছে—তা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি। কেউ অসুস্থ হয়ে হাসপাতাল এলে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’

সংক্রমণ বৃদ্ধির জন্য কারা দায়ী—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ বৃদ্ধি পাওয়া বিষয়টি ও এর কারণ আপনারা সবাই জানেন।  আপনারা ফেরিতে দেখেন কীভাবে লোক আসে, দোকানপাটে কীভাবে লোকে চলাফেরা করে, মাস্ক পরে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখে না। এর ফলে সংক্রমণ বেড়ে চলেছে। চিকিৎসক-নার্সরা তো আর ফেরি ও ইন্ডাস্ট্রি কন্ট্রোল করেন না। সেটা কন্ট্রোল করার দায়িত্ব অন্য বিভাগের।’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –