• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘বহুমাত্রিক বঙ্গবন্ধু’ গোলটেবিল আজ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১  

কালের কণ্ঠ ও ডেইলি সান যৌথভাবে আয়োজন করেছে ‘বহুমাত্রিক বঙ্গবন্ধু’ শীর্ষক গোলটেবিল আলোচনা। বৃহস্পতিবার সকাল ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকার ইডাব্লিউএমজিএল মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কালের কণ্ঠ সম্পাদক ও ইডাব্লিউএমজিএল পরিচালক ইমদাদুল হক মিলন। উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম এবং ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী।

আলোচনায় অংশ নেবেন বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, বিইউপির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ডুয়েট গাজীপুরের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হুসাইন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, বিশ্লেষক ও কলামিস্ট ইকরামউজ্জমান, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক আ ব ম ফারুক, সাবেক রাষ্ট্রদূত ও সচিব এ কে এম আতিকুর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতার, একুশে টেলিভিশনের সিইও, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সম্প্রীতি বাংলাদেশের সদস্যসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –